নয়াদিল্লি, ১১ মার্চ : জাতীয় শিক্ষা নীতি ও তিন-ভাষা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যের তীব্র সমালোচনা করল ডিএমকে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আক্রমণ করে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ডিএমকে সাংসদরা। ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ অন্যায় ডিএমকে সাংসদরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
ডিএমকে সাংসদ তিরুচি শিবা বলেন, "এটা বিভ্রান্তিকর (কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য), আমরা কখনও তা বলিনি, তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই এটি স্পষ্ট করে দিয়েছেন। আমরা আজ কালো পোশাক পড়েছি এবং তাঁর (ধর্মেন্দ্র প্রধান) মন্তব্যের নিন্দা জানিয়ে একটি বিক্ষোভ করেছি..এটা অনৈতিক এবং অসাংবিধানিক। আমরা তিনভাষা নীতিরও বিরুদ্ধে...কেউ আমাদের উপর এটি চাপিয়ে দিতে পারে না।"