Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

8 months ago

Jadavpur Student Protest Rally: যাদবপুরের অস্থিরতার আবহেই নাগরিক মিছিলের ডাক

Jadavpur Student Protest Rally (Symbolic picture)
Jadavpur Student Protest Rally (Symbolic picture)

 

কলকাতা, ৭ মার্চ : যাদবপুরের অস্থিরতা কাটেনি৷ এই আবহে শুক্রবার নাগরিক মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়ারা। গত ১ মার্চের ঘটনার প্রতিবাদে, মিথ্যে মামলার বিরুদ্ধে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে এই মিছিলের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই৷ এদিন বিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল শুরু করবেন তাঁরা ৷ সেই সঙ্গে পড়ুয়াদের দাবি, আগামী সোমবার দুপুর ১টার মধ্যে জরুরি ভিত্তিতে ইসি'র বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানো না-হলে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের গেটে 'তালা ঝোলানোর'ও হতে পারে৷

বিশ্ববিদ্যালয় বন্ধ করার হুঁশিয়ারি নিয়ে বাম ছাত্রনেতারা শুক্রবার নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা করেন। তাঁদের অন্যতম দেবার্ঘ্য ঘোষ এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, "এর ফলে পড়ুয়াদের যাতে কোনও ক্ষতি না-হয়, সেই বিষয়টি দেখা হবে৷ কেবলমাত্র অরবিন্দ ভবনে উপাচার্যের অফিস, সহ-উপাচার্য ও রেজিষ্টারের অফিস বন্ধ রাখা হবে।" প্রসঙ্গত, ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই বিষয়টিকে আন্দোলনের সঠিক পদক্ষেপ হিসেবেই দেখছেন পড়ুয়ারা ৷ 


You might also like!