নয়াদিল্লি, ১১ মার্চ : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ডিএমকে সাংসদ কানিমোঝি। তাঁর অভিযোগ, তামিলনাড়ুর শিশুদের ভবিষ্যৎ নষ্ট করছে কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষা নীতি ও তিন ভাষা নীতির বিরুদ্ধে সরব হয়ে কানিমোঝি বলেছেন, "তামিলনাড়ুকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে তা আটকে রাখছে কেন্দ্রীয় সরকার, এই বলে যে আমাদের তিন ভাষা নীতি এবং জাতীয় শিক্ষানীতিতে স্বাক্ষর করতে হবে।"
কানিমোঝি আরও বলেছেন, "কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর শিশুদের ভবিষ্যৎ নষ্ট করছে। তহবিল আটকে রাখার কোনও অধিকার তাঁদের নেই। গতকাল, তিনি (ধর্মেন্দ্র প্রধান) অত্যন্ত আপত্তিকরভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, যে আমরা অসৎ এবং তামিলনাড়ুর জনগণ অসভ্য। আমরা তাঁর কাছ থেকে এই ভাষাটি আশা করি না। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। তাঁকে ক্ষমা চাইতে হবে।"