Country

2 days ago

Narendra Modi: ফের আন্তর্জাতিক সম্মানে ভূষিত মোদী, উৎসর্গ করলেন দেশবাসীকে

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৭ মার্চ : আবারও আন্তর্জাতিক সম্মাণে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড লিডারশিপ ও উল্লেখযোগ্য সহায়তার জন্য বার্বাডোজের রাষ্ট্রপতি ডেম স্যান্ড্রা ম্যাসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস’ সম্মাণে ভূষিত করেছেন ‘অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস’ সম্মাণে ভূষিত হওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে লেখেন, এই সম্মানের জন্য বার্বাডোসের সরকার এবং জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস পুরস্কার ১৪০ কোটি ভারতীয়কে উৎসর্গ করছি।


You might also like!