Country

4 hours ago

Bhupesh Baghel: ছত্তিশগড়ের ১৪টি ঠিকানায় ইডি-র তল্লাশি, তোপ ভূপেশ বাঘেলের

Bhupesh Baghel
Bhupesh Baghel

 

রায়পুর, ১০ মার্চ : আবগারি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় ছত্তিশগড়ের মোট ১৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই ১৪টি ঠিকানার মধ্যে রয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ও তাঁর ছেলের বাড়িও। সোমবার সকাল থেকে এই অভিযান জারি রয়েছে।

ইডি-র এই অভিযানের তীব্র সমালোচনা করে ভূপেশ বাঘেল তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "৭ বছর ধরে চলা মিথ্যা মামলা যখন আদালতে খারিজ হয়ে গেল, তখন সোমবার ইডি-র অতিথিরা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেশ বাঘেলের ভিলাই বাসভবনে প্রবেশ করেন। যদি কেউ এই ষড়যন্ত্রের মাধ্যমে পঞ্জাবে কংগ্রেসকে থামানোর চেষ্টা করে, তবে তা একটি ভুল বোঝাবুঝি।"

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে ইডি-র অভিযান প্রসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও বলেছেন, "ভূপেশ বাঘেলের আমলে বড় বড় কেলেঙ্কারি হয়েছে, তা কীভাবে অস্বীকার করা যায়? ইডি-র পদক্ষেপ দীর্ঘদিন ধরেই চলছে। আজ হঠাৎ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে, এমন নয়। ইডি দীর্ঘদিন ধরে তদন্ত করছে। তদন্তের প্রক্রিয়ায়, তারা অবশ্যই কিছু তথ্য এবং সন্দেহ খুঁজে পেয়েছে এবং তার ভিত্তিতেই ইডি এই পদক্ষেপ নিয়েছে, এবং যদি আপনার কোনও ভূমিকা না থাকে, তাহলে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।"

You might also like!