Game

3 hours ago

Shoaib Akhtar: ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের কেউ না থাকায় অবাক শোয়েব আখতার

Shoaib Akhtar
Shoaib Akhtar

 

করাচি, ১০ মার্চ : এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। অথচ রবিবার দুবাইয়ে ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তানের কোনও ক্রিকেটার ও পিসিবির কর্মকর্তা। আর যা দেখে অবাক হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন এই কিংবদন্তি ক্রিকেটার সামাজিক মাধ্যমে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি ক্ষুব্ধ হয়ে এক ভিডিওতে বলেন ,খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম।পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনও ওখানে ছিলেন না। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক। সেই সঙ্গে তিনি পিসিবি কর্মকর্তাদের বলেন , প্লিজ এটা নিয়ে ভাবুন। বিশ্বমঞ্চে তো আপনাদের থাকতে হবে। কিন্তু খুবই দুঃখজনক ক্রিকেট বোর্ডের একজনকেও সেখানে দেখলাম না। আমরা এটার আয়োজক, অথচ আমাদের কেউই নেই।

You might also like!