kolkata

3 hours ago

Suvendu Adhikari: নওদায় হিন্দুরা আক্রান্ত, প্রয়োজনে বিএসএফ মোতায়েনের আর্জি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১০ মার্চ : “মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের পাটিকাবাড়ি বাজারে হিন্দুদের মালিকানাধীন দোকান ও সম্পত্তিতে দুর্বৃত্তরা ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।” এই অভিযোগ তুলে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিয়ো-সহ তিনি সোমবার এক্সবার্তায় লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে অনুরোধ করছি যেন তাঁরা মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে অবিলম্বে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার নির্দেশ দেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। আপনি যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মাননীয় রাজ্যপালকে অনুরোধ করুন যেন বিএসএফ মোতায়েন করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধার করা যায় এবং স্বাভাবিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।”


You might also like!