কলকাতা, ১০ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া শুষ্কই। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মহানগরী কলকাতাতেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত রয়েছে। কোনও দিন বাড়ছে, আবার কোনও দিন কমছে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই গরমও বাড়বে, তা বলাইবাহুল্য। সোমবার থেকেই অবশ্য তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।