Country

1 week ago

Weather Report of Delhi: দিল্লিতে কনকনে ঠান্ডা, কুয়াশার মধ্যেই ৪ ডিগ্রিতে নামল তাপমাত্রা

Delhi weather
Delhi weather

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। বৃহস্পতিবার সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫.০ ডিগ্রি সেলসিয়াসে, যা এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন। এদিন সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি, কুয়াশার কারণে দৃশ্যমানতাও কমে যায়।

জাঁকিয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে জাতীয় রাজধানী। শুধু দিল্লি নয়, ঠান্ডায় কাঁপছে দিল্লি লাগোয়া রাজ্যগুলিও। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে। শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

You might also like!