Country

1 week ago

Fresh snowfall in kashmir: ফের তুষারপাত কাশ্মীরে, শৈত্যপ্রবাহে রীতিমতো জমে যাচ্ছে কাশ্মীর

Srinagar Snowfall
Srinagar Snowfall

 

শ্রীনগর, ১২ ডিসেম্বর : আবারও নতুন করে তুষারপাতের সাক্ষী হল ভূস্বর্গ। পুরু বরফের চাদরে ঢাকা পড়ল সোনমার্গ, সোপোরে, কুপওয়ারা, বান্দিপোরা-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে রাস্তা, ঘর-বাড়ি। তুষারপাতের সৌজন্যে তাপমাত্রাও কমছে হু হু করে।

বৃহস্পতিবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের এক ডিগ্রি নীচে। ঠান্ডা এতটাই বেশি যে এদিন সকালে বহু মানুষকে আগুনের তাপ নিতেও দেখা যায়। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গ, বারামুল্লা জেলার সোপোরে-সহ বিভিন্ন স্থানে তুষারপাত হয়েছে।


You might also like!