kolkata

1 week ago

Tathagata Roy: ‘মুসলমানদের নিয়ে বাঙালি-বামপন্থীদের আহ্লাদ’ নিয়ে কটাক্ষ তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৯ ডিসেম্বর : বাংলাদেশ প্রসঙ্গে ফের সামাজিক মাধ্যমে বামপন্থীদের কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “বাংলাদেশে নৃশংস হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছেন সবাই, মায় ‘দুধেল গাই’ দের মালকিন মমতাও। শুধু খোলে নি বিমান্দা সেলিম শতরূপ মীনাক্ষী দীপঙ্কর গোত্রের বাঙালি বামপন্থীরা। আর খোলে নি তাদের পোঁ ধরা শ্রীজাত অপর্ণা কৌশিক গোত্রের দুর্বুদ্ধিজীবীরা।

আমি আজ পর্যন্ত বুঝে পাই নি, বাঙালি-বামপন্থীরা মুসলমানদের নিয়ে এত আহ্লাদ করে কেন? মুসলমানরা ক্ষমতায় এলে তো এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, যেমন গেছে বাংলাদেশে!”

এই সঙ্গে তথাগতবাবু পুনরায় পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে জনৈক অরিজিৎ দাসের একটি মন্তব্য। তাতে লেখা— “পূর্ববঙ্গের মুসলমানরা চিরকালই নিচু মেধার, নিচু সংস্কৃতি আর রুচির লোকজন। আরবরা ওদের মুসলমান বলেই গণ্য করেনা। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, সেটা আবার প্রমাণিত হবে।”

You might also like!