কলকাতা, ১৪ ডিসেম্বর : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গই ঠান্ডায় কাঁপছে, জমজমাট শীতের আমেজ শহর থেকে শহরতলিতে। ধাপে ধাপে তাপমাত্রার পারদ-পতন হচ্ছে বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলা-সহ কলকাতায় শনিবারও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম— পশ্চিমের এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। আগামী পাঁচ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি কম থাকবে। সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও।