Country

1 week ago

NATIONAL INVESTIGATION AGENCY: নকশাল সংক্রান্ত তদন্তে সুকমার দু'জায়গায় অভিযান এনআইএ-র

NATIONAL INVESTIGATION AGENCY
NATIONAL INVESTIGATION AGENCY

 

সুকমা, ১২ ডিসেম্বর : বৃহস্পতিবার নকশাল সংক্রান্ত তদন্তে নামলো জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ছত্তিশগড়ের সুকমার দুটি জায়গায় অভিযান চালায় এনআইএ। এদিন ভোর ৫টা থেকে এনআইএ আধিকারিকরা সুকমার দুটি জায়গায় অভিযান চালায়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে নকশালদের সঙ্গে যুক্ত এমন দুজনকে গ্রেফতার করেছিল সুকমার পুলিশ। এই ঘটনায় এনআইএ এদিন দুটি জায়গায় হানা দিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা তল্লাশি ও জেরা করে। শুধুমাত্র সুকমায় নয়, এনআইএ-র আধিকারিকরা ওড়িশার মালকানগিরিতেও নকশাল মামলায় অভিযান চালায় বলে জানা যাচ্ছে।

You might also like!