Life Style News

1 week ago

Winter bathing tips: শীতকালে স্নানে অনীহা! বাড়তে পারে হার্ট অ্যাটাকের সম্ভবনা! মেনে চলুন কয়েকটি নিয়ম

Winter Heart Attack
Winter Heart Attack

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বছর শেষে চলতি মাসে বেশ কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এই আবহাওয়ায় নানান ধরণের রোগের প্রাদুর্ভাব ঘটে। শীতকালে স্নানের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করতে অনেককেই দেখা যায় ফলস্বরূপ শরীরে নানান সমস্যা প্রকাশ পায়। এর মধ্যে হার্ট সংক্রান্ত সমস্যাই সবচেয়ে বেশি দেখা যায়। তবে আপনি জানলে অবাক হবেন যে, ঠাণ্ডায় সঠিকভাবে স্নান না করলেও কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভবনা বাড়ে। চিকিৎসকরা বলছেন, বাথরুমে স্নান করতে গিয়ে অনেকেরই হার্ট অ্যাটাক হতে পারে। তাই শীতের দিনে আমাদের সকলেরই এই বিষয়ে পূর্ণ যত্ন নেওয়া উচিত।

১) ঠাণ্ডা আবহাওয়ায় সঠিকভাবে স্নান করা সবার জন্য খুবই জরুরি। প্রথমে পা ধুতে হবে, তারপর কোমরের নিচে জল ঢালতে হবে। এভাবে স্নান করলে হার্ট অ্যাটাক হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন, আপনি যদি ঠাণ্ডা আবহাওয়ায় হঠাৎ আপনার শরীরে জল ঢেলে দেন, তবে এটি আপনার স্বাস্থ্যের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সঠিকভাবে স্নান করা খুব গুরুত্বপূর্ণ।

২) ঠাণ্ডা আবহাওয়ায় স্নানের আগে সর্ষের তেল বা নারকেল তেল ব্যবহার করুন। এই তেলগুলি দিয়ে ম্যাসাজ করে আপনি অনেক রোগ থেকে রক্ষা পেতে পারেন। এমনকি আপনি ঠাণ্ডা লাগার সমস্যা থেকেও রক্ষা পেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাসাজের পর স্নান করলে শরীরে রক্ত চলাচলের উন্নতি ঘটে এবং এর ফলে হার্ট অ্যাটাকের সমস্যা কম হয়।

৩) সমীক্ষায় দেখা গেছে, প্রচন্ড ঠান্ডায় গরম জল দিয়ে স্নান করলে হঠাৎ করে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকী হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা বাড়ে। তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তারা ভুলেও গরম জল দিয়ে স্নান করবেন না।

৪) ঠান্ডা জলে স্নান করলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তার ফলে নানা ধরনের সংক্রমনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

৫) খাবার খাওয়ার পর ভুল করেও গরম জলে স্নান করবেন না। এতে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। 

৬) একটানা গরম জল দিয়ে স্নান করলে ছেলেদের ফার্টিলিটি কমে যায়। ছেলেরা দীর্ঘ সময় গরম জল দিয়ে স্নান করলে সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। তাই ছেলেদের সবসময় ঠান্ডা জল দিয়ে স্নান করা উচিত। 

You might also like!