জাকার্তা , ১৪ জুলাই : সোমবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ । এদিন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। যদিও ভূমিকম্পটি জোরালো হলেও সুনামির কোনও সতর্কতা এখনও জারি হয়নি। যদিও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। আবার জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে যে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ১০ কিমি গভীরে। ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পূর্ব ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি ছোট শহরে এই কম্পন অনুভূত হয়েছে।