নয়াদিল্লি, ১৪ জুলাই : দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না, মেলেনি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনও ত্রুটির বিষয়ও। এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক তদন্ত রিপোর্টেই এমনটা রয়েছে বলে জানালেন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন।
১২ জুলাই প্রকাশিত প্রাথমিক তদন্ত রিপোর্ট নিয়ে কথা বলতে গিয়ে সোমবার ক্যাম্পবেল উইলসন বলেন, ‘এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশের ঘটনায় এএআইবি-এর প্রাথমিক রিপোর্টে বিমান বা ইঞ্জিনের কোনও যান্ত্রিক ত্রুটি মেলেনি।’ ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, "প্রাথমিক রিপোর্টে বিমান অথবা ইঞ্জিনে কোনও যান্ত্রিক অথবা রক্ষণাবেক্ষণের সমস্যা পাওয়া যায়নি এবং সমস্ত বাধ্যতামূলক রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। জ্বালানির গুণমান নিয়ে কোনও সমস্যা ছিল না এবং উড়ানের সময় কোনও অস্বাভাবিকতা ছিল না। পাইলটরা নিজেদের বাধ্যতামূলক প্রাক-উড়ান শ্বাসনালী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং তাদের চিকিৎসার অবস্থা সম্পর্কে কোনও পর্যবেক্ষণ পাওয়া যায়নি।"
উইলসন জানিয়েছেন, "আমি আরও মনে করিয়ে দিচ্ছি, প্রচুর সতর্কতার কারণে এবং ডিজিসিএ-র তত্ত্বাবধানে, আমাদের বহরে থাকা প্রতিটি বোয়িং ৭৮৭ বিমান দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই পরীক্ষা করা হয়েছিল এবং সমস্ত বিমান পরিষেবার জন্য উপযুক্ত বলে প্রমাণিত হয়েছিল। আমরা প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা চালিয়ে যাচ্ছি।"