শ্রীনগর, ১৪ জুলাই : গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, বিগত ১১ দিনে দুই লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করেছেন। সোমবার জম্মু থেকে ৬,১৪৩ জন তীর্থযাত্রীর আরেকটি দল কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সোমবার ৬,১৪৩ জন তীর্থযাত্রীর আরেকটি দল দু'টি এসকর্টেড কনভয়ে উপত্যকার উদ্দেশ্যে ভগবতী নগর যাত্রী নিবাস ত্যাগ করেছে।
প্রথম এসকর্টেড কনভয়টি ২,২১৫ জন যাত্রীকে নিয়ে ভোররাত ৩.৩০ মিনিটে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় এবং দ্বিতীয় এসকর্টেড কনভয়টি ৩,৯২৮ জন যাত্রীকে নিয়ে ভোর ৪টে নাগাদ নুনওয়ান (পাহেলগাম) বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়।