Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Game

1 day ago

From Bazball To Bazwall: বাজবলদের মন্থর ব্যাটিং, সারাদিনে ২৫১, ৯৯ রানে অপরাজিত রুট

Joe Root (left) and Ben Stokes in action on Day 1 of Lord's Test vs India
Joe Root (left) and Ben Stokes in action on Day 1 of Lord's Test vs India

 

কলকাতা, ১১ জুলাই : অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির লর্ডস টেস্টের প্রথম দিন মন্থর ব্যাটিংয়ে ৮৩ ওভারে ইংল্যান্ড করেছে ৪ উইকেটে ২৫১ রান। স্বাগতিকরা ওভারপ্রতি রান তুলেছে কেবল ৩.০২ করে। ইংল্যান্ডের ‘বাজবল’ জমানায় কোনও টেস্টের প্রথম দিন অলআউট না হয়ে তাদের সর্বনিম্ন স্কোর এটিই। ৩৭তম টেস্ট সেঞ্চুরি থেকে মাএ ১ রান দূরে দাড়িয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান রুট। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর পরদিন ১৯১ বলে ৯৯ রানে অপরাজিত আছেন রুট। ১০২ বলে ৩৯ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্টোকস। উইকেটে কিছুটা ঘাসের ছোঁয়া থাকলেও বোলারদের এই পিচ সহায়তা করেনি।

জল-পানের বিরতির পর ইনিংসে প্রথমবার বল করতে এসেই চার বলের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন নিতিশ রেড্ডি। দুই ওপেনার বাইরের বলে ব্যাট চালিয়ে কিপার ঋষভ পন্থ এর গ্লাভসে ধরা পড়েন। ডাকেট ৪০ বলে ২৩ ও ক্রলি ৪৩ বলে ১৮ রান করেন।চা-বিরতির পর প্রথম বলে পোপকে ফিরিয়ে দেন স্পিনার জাদেজা। ১০৪ বলে ৪৪ রান করেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরার পরদিন ব্যাটিংয়ে নেমে হ্যারি ব্রুক টিকতে পারেন কেবল ২০ বল। তাকে বোল্ড করে দেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার, বিশ্রাম কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহ। সেখান থেকে বাকি দিনের ২৮.১ ওভার কাটিয়ে দেন রুট ও স্টোকস। ৭৯ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন তারা। এ দিন প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রুট।

You might also like!