লন্ডন, ১০ জুলাই : এজবাস্টনে বিশাল জয়ে ভারতীয় দল এখন আত্মবিশ্বাসে ভরপুর। সিরিজে এখন ১-১। বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হচ্ছে টেন্ডুলকার-এন্ডারসন সিরিজের তৃতীয় টেস্ট। বুধবার এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। দীর্ঘদিন পর টেস্ট একাদশে ফিরলেন পেস তারকা জোফরা আর্চার। লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশে এই একটিই পরিবর্তন। আর্চারকে নেওয়ার জন্য বাদ পড়েছেন আরেক পেসার জস টং।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষেই আহামেদাবাদে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আর্চার। এরপর থেকেই চোটের বিরুদ্ধে তাঁর চলেছিল লড়াই। ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বশির।