কলকাতা, ৬ জুলাই : মুম্বইয়ে প্রয়াত ভারতীয় শিল্প জগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সুসীম মুকুল দত্ত। ১৯৫০ সালে হিন্দুস্তান ইউনিলিভার থেকে তাঁর কর্মজীবন শুরু। তারপর ৪ যুগের দীর্ঘ কর্মজীবনের প্রতি পর্যায়ে সাফল্যের পরিচয় রেখেছেন। শনিবারতিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৯।
১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত এই বিখ্যাত বানিজ্যগোষ্ঠীর চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সুসীম মুকুল দত্ত। হিন্দুস্তান ইউনিলিভারের একুশটিরও বেশি সংস্থায় নেতৃত্ব দিয়েছেন এই বাঙালি শিল্পকর্তা। একাধিক সংস্থার নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন। তালিকায় রয়েছে IL&FS ইনভেস্টমেন্ট ম্যানেজারস লিমিটেড, টাটা ট্রাস্টি, ফিলিপ্স ইন্ডিয়া, ক্যাসট্রল ইন্ডিয়া। পিয়ারলেস জেনারেল ফিনান্সের সঙ্গে যুক্ত ছিলেন সুসীম মুকুল দত্ত। এফএমসিজি
(ফাস্ট-মুভিং কনজিউমার গুডস) ক্ষেত্রে হিন্দুস্তান ইউনিলিভারের বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। বিভিন্ন শিল্প ক্ষেত্রের কাজের অভিজ্ঞতা ছিল সুসীম মুকুল দত্তের।
তাঁর মেয়াদকালে, তিনি বৈচিত্র্যময় এফএমসিজি সেক্টরে নানান নতুন পন্য নিয়ে আসেন। অনেক সংস্থাকে একত্রিত ও অধিগ্রহণ করেন। যার মধ্যে রয়েছে ব্রুক বন্ড-লিপটন চা চুক্তি। তিনি লুব্রিকেন্ট তৈরির সংস্থা ‘ক্যাস্ট্রল ইন্ডিয়া’-র চেয়ারপারসন হিসাবে বেশ কয়েক বছর কাজ করেন।
এ ছাড়াও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতকোত্তর সুসীমবাবু যেসব সংস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, সেগুলো হলো ১) চেয়ারম্যান, IL&FS ইনভেস্টমেন্ট ম্যানেজারস, ২) চেয়ারম্যান, ফিলিপস ইন্ডিয়া লিমিটেড, ৩) চেয়ারম্যান, হিন্দুস্তান লিভার লিমিটেড প্রভৃতি। তিনি রাবো ইন্ডিয়া ফাইন্যান্স লিমিটেড, পিয়ারলেস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং অতুল লিমিটেডের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দত্ত ফিলিপস ইলেকট্রনিক্স ইন্ডিয়া লিমিটেড, ভোরুকা পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং ওকহার্ট হাসপাতাল লিমিটেডের মতো কোম্পানিতে শীর্ষপদের দায়িত্ব পালন করেছিলেন।