Country

5 hours ago

Government Action: ভারতে স্থগিত রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

Reuters X Account Suspended in India
Reuters X Account Suspended in India

 

নয়াদিল্লি, ৬ জুলাই : আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স হ্যান্ডেল ভারতে দেখা যাচ্ছে না। “আইনি নির্দেশে” এই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে – এই মর্মে রবিবার বার্তা দেখা যায় যখনই ভারত থেকে @Reuters অ্যাকাউন্টটি দেখার চেষ্টা করা হয়। তবে ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

অবশ্য রয়টার্সের টেক নিউজ, ফ্যাক্ট চেক, বা রয়টার্স এশিয়ার মত কিছু সাব-হ্যান্ডল খোলা রয়েছে। মূল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে বিশ্বাসযোগ্য সংবাদের প্রবাহে বড় রকমের বাধা তৈরি হয়েছে ভারতীয় পাঠকদের জন্য। এমন একটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের প্রধান অ্যাকাউন্ট ভারতে বন্ধ হওয়ায় উঠছে একাধিক প্রশ্ন।

You might also like!