Country

9 hours ago

Uttarakhand:বৃষ্টিতে স্বস্তি পেল দিল্লি, উত্তরাখণ্ডে ভারী বর্ষণের সতর্কতা

Uttarakhand Alert Issued
Uttarakhand Alert Issued

 

নয়াদিল্লি, ৬ জুলাই : স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। রবিবারসরীয় সকালে দিল্লি এনসিআর-এর বিভিন্ন অংশে স্বস্তিদায়ক বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে মনোরম হয়ে উঠেছে রাজধানীর বাতাস। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানী দিল্লিতে আপাতত বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশেও।

অন্যদিকে, দেবভূমি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। আবহাওয়া দফতর আগামী দু'দিন বাগেশ্বর এবং রুদ্রপ্রয়াগ জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এই সময়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


You might also like!