কলকাতা, ১১ জুলাই : শুক্রবার থেকে ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া – পটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া ও পটনা থেকে ১৬টি কোচের পরিবর্তে ২০টি কোচ নিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোচের এই সংখ্যাবৃদ্ধির লক্ষ্য হল আরও বেশি যাত্রী পরিবহন করা এবং এই উচ্চ-গতির রুটে ভ্রমণের সুবিধা বৃদ্ধি করা। ২০২৩-এর ২৪শে সেপ্টেম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল হাওড়া – পটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সে বছর ট্রেনটি ২৬শে সেপ্টেম্বর তার বাণিজ্যিক যাত্রা শুরু করে। পটনা এবং হাওড়ার মধ্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য ট্রেনটি বিশেষ সহায়ক।