Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Game

1 day ago

Wimbledon 2025 semi-finals: সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে অ্যানিসিমোভা

Amanda Anisimova
Amanda Anisimova

 

কলকাতা, ১১ জুলাই : মেয়েদের এককের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়। সেন্টার কোর্টে বৃহস্পতিবার সেমি-ফাইনালের শুরুটা দুর্দান্ত হয় অ্যানিসিমোভার। গত বছর দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও পারেননি তরুণ প্রতিপক্ষকে আটকাতে। ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে নতুন ইতিহাস রচনা করলেন ২৩ বছর বয়সী অ্যানিসিমোভা। ২০০৪ সালে সেরেনা উইলিয়ামসের পর যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ মহিলা খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন তিনি। ২০১৯ সালের ফরাসি ওপেনের সেমি-ফাইনালে খেলার পর, এই প্রথম গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন অ্যানিসিমোভা। উল্লেখ্য,২০২৩ সালে মানসিক অবসাদের কারণে টেনিস থেকে লম্বা বিরতি নিয়েছিলেন অ্যানিসিমোভা। একারণে ডাব্লিউটিএ রাঙ্কিংয়ে ৪০০ এর বাইরে চলে যান তিনি। চলতি আসরে তিনি খেললেন ১৩তম বাছাই হিসেবে।


You might also like!