লন্ডন, ১২ জুলাই : সেন্টার কোর্টে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে জোকোভিচ কখনোই নিজেকে লড়াইয়ের মধ্যে রাখতে পারেননিl মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিটেই সরাসরি সেটে তিনি হেরে যান সিনারের কাছে। ইতালিয়ান তারকার জয় ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে। দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জয়ী সিনার এবারই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠলেন দাপুটে পারফরম্যানস দেখিয়ে।
প্রথমবার উইম্বলডনের ফাইনালের শিরোপা জিততে হলে সিনারকে হারাতে হবে কার্লোস আলকারাসকে। এখানে ২০২৩ ও ২০২৪ আসর সহ মোট পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এই স্প্যানিয়ার্ড। দিনের প্রথম সেমি-ফাইনালে টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়ে শিরোপার মঞ্চে ওঠেন ২২ বছর বয়সী আলকারাস। এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকা ফাইনাল নিশ্চিত করায় রোমাঞ্চকর এক শিরোপার লড়াই হাতছানি দিচ্ছে। ফরাসি ওপেনে গত আসরের ফাইনালে পাঁচ ঘণ্টার বেশি সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে ট্রফি উঁচিয়ে ধরেন আলকারাস। ২৩ বছর বয়সী সিনার এবার পাল্টা জবাব দিতে পারেন কি-না, সেটাই এখন দেখার। আগামী রবিবার মাঠে গড়াবে ফাইনাল।