পুণে, ১০ জুলাই : শনিবার মহারাষ্ট্র অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সে দেশজুড়ে অনুষ্ঠিত হবে, প্রায় ৩৫০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। একদিনের এই প্রতিযোগিতায় মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি, ৯৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। অন্যদিকে সেনাবাহিনীর প্রতিনিধিত্ব দ্বিতীয় বৃহত্তম, ২৮ জন প্রতিনিধিত্ব করবেন। বিভিন্ন রাজ্যের ক্রীড়াবিদদের পাশাপাশি, ভারতীয় সেনাবাহিনী, সিআইএসএফ, আইওসিএল, জেএসডব্লিউ, ভারতীয় নৌবাহিনী, এনসিওই বেঙ্গালুরু, এনসিওই ত্রিবান্দ্রম, ওএনজিসি, পুলিশ স্পোর্টস কন্ট্রোল বোর্ড, রেলওয়ে স্পোর্টস, রিলায়েনস এবং এসএসসিবি-র দলগুলিও এতে অংশগ্রহণ করবে।