নয়াদিল্লি, ২ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার (২ জুলাই) থেকে আগামী সপ্তাহের বুধবার (৯ জুলাই) পর্যন্ত ৫টি দেশে ৮ দিনের সফরে। ঘানা, ত্রিনিদাদ ও টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় ৮ দিনের সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, প্রথমে প্রধানমন্ত্রী ঘানা যাবেন, তারপর ত্রিনিদাদ ও টোব্যাগো হয়ে তিনি পা রাখবেন আর্জেন্টিনায়। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করবেন, শেষ পর্যায়ে তিনি নামিবিয়ায় যাবেন।