Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Life Style News

7 hours ago

Fitness Tips:ওজন কমাতে জিম করছেন? শুরুতেই এই ৫টি ভুল এড়িয়ে চলুন, না হলে হিতে বিপরীত!

fitness tips
fitness tips

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে! প্যান্ডেল হপিং, নতুন জামাকাপড়, আর ছবি তোলার দিনগুলো একেবারে হাতের মুঠোয়। তাই পেটের ভুঁড়িটাকে বিদায় জানানোর সময় এসেছে—সেই ভেবেই কয়েক দিন ধরে রোজ জিমে যাচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন মনপ্রাণ দিয়ে। অথচ ওজন যে কে সেই! এইভাবে চলতে থাকলে একসময় আর শরীরচর্চায় মন টিকবে না।আপনি ভাবছেন, ঠিক মতো সব মেনেই শরীরচর্চা করছেন, তা হলে এমন হচ্ছে কেন! কোথায় গলদ থাকছে, বুঝবেন কী করে? রোজের জীবনে অজান্তে এমন কিছু ভুল হয়ে যায়, যার কারণে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেও কোনও লাভ হয় না। জেনে নিন, সদ্য জিমে যাওয়া শুরু করলে কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে।

১) প্রথম প্রথম জিমে গিয়ে শরীরচর্চা শুরু করলে কিন্তু চোট-আঘাতের ঝুঁকি বেশি। এই ঝুঁকি কমাতে রোজ ভারী শরীরচর্চা শুরু করার আগে ওয়ার্ম আপ করতে ভুলবেন না। হাতে সময় কম থাকলেও কিন্তু এই কাজটি না করলেই নয়।

২) জিমে গিয়ে শরীরচর্চা করতে গিয়ে কোনও বড় বিপদের ঝুঁকি এড়াতে দু’টি এক্সারসাইজ় সেটের মাঝে বিরতি নেওয়া জরুরি।

৩) নতুন জিমে ভর্তি হলে প্রথম দু’-তিন মাস এক জন নিজস্ব ট্রেনারের অধীনে ট্রেনিং নেওয়া দরকার। আপনার শরীর অনুযায়ী কোন কোন শরীরচর্চা উপযোগী, সেটা একমাত্র তিনিই বলতে পারেন। শরীরচর্চার সময়ে ভঙ্গি ঠিক না হলে লাভ কিছুই হয় না। তাই ট্রেনারের কাছ থেকে সঠিক ভঙ্গি জানা জরুরি।

৪) নিয়মিত শরীরচর্চা করলে পেশির শক্তি ও শারীরিক শক্তি বৃদ্ধির জন্য প্রোটিন খাওয়া দরকার। পুষ্টিবিদরাও ফ্যাট এবং কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে প্রোটিনের উপরে বেশি জোর দেন। তবে প্রোটিনও খেতে হবে পরিমাণ মতো। অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেয়ে ফেললে ওজন কমানোয় সমস্যা হবেই। ওজন ঝরানোর পরিকল্পনা থাকলে দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য ১.২ গ্রাম থেকে ১.৬ গ্রাম প্রোটিন খাওয়া উচিত। অতিরিক্ত প্রোটিন দেহে চর্বি হিসাবে জমে যায়, যার ফলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। দ্রুত ওজন কমাতে অনেকেই আবার খাবার পরিমাণ কমিয়ে দেন, সেই ভুল করলে কিন্তু শরীরচর্চার সময় শরীর দুর্বল হয়ে পড়বে।

৫) সপ্তাহে তিন দিন জিমে গিয়ে প্রচুর পরিশ্রম করে নিলেন আর বাকি দিনগুলি ঘরে বসেই কাটিয়ে দিলেন, এমনটা করলে কিন্তু চলবে না। ওজন ঝরাতে চাইলে শরীরচর্চার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রতি দিন যে শরীরচর্চাই করবেন, তা ৩০-৪০ মিনিট টানা করা উচিত। কোনও দিন কম, কোনও দিন বেশি করলে ফল পাওয়া যায় না। আর সপ্তাহে এক দিন শরীরকে বিশ্রামও দিতে হবে।

You might also like!