পাটনা, ৯ জুলাই: পাটনায় কংগ্রেসের বিক্ষোভে যোগ দিলেন নির্দল সাংসদ পাপ্পু যাদব, বিঁধলেন নির্বাচন কমিশনকে। পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব বুধবার সকালে 'বিহার বনধ'-এর অধীনে বিক্ষোভরত কংগ্রেস কর্মীদের সঙ্গে যোগ দিতে সচিওয়ালয় হল্ট রেল স্টেশনে যান। রেল অবরোধে শামিল হন তিনি। পাপ্পু যাদব বলেছেন, "আমাদের নাগরিকত্ব সম্পর্কে জিজ্ঞাসা করার নির্বাচন কমিশন কে? আমি এখানে জন্মগ্রহণ করেছি। আমার পূর্বপুরুষরা এখানে জন্মগ্রহণ করেছেন। আমরা কি পাকিস্তান থেকে এসেছি নাকি চিন থেকে? নির্বাচন কমিশন কি বিজেপির বি টিম? তাহলে আমরা এত দিন ভোট দিতে পারলাম কীভাবে? তারা আমাদের ভোটাধিকারের উপর আক্রমণ করছে। এই সিদ্ধান্ত ('বিহার বনধ') রাহুল গান্ধীর নেতৃত্বে নেওয়া হয়েছিল।" পাপ্পু আরও বলেন, "আমরা নির্বাচন কমিশনকে ছাড় দেব না। তারা দেশের দরিদ্র মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে।"