Country

4 hours ago

Nawab Singh Yadav Property Siezed: পদক্ষেপ প্রশাসনের, কনৌজে প্রাক্তন সপা নেতা নবাব সিংয়ের আরও দু'টি সম্পত্তি বাজেয়াপ্ত

Nawab Singh Yadav Property Siezed
Nawab Singh Yadav Property Siezed

 

কনৌজ, ৮ জুলাই (হি.স.): প্রাক্তন সমাজবাদী পার্টির নেতা নবাব সিং যাদবের ১.৪৬ কোটি টাকার আরও দু'টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যা ডিএমের নির্দেশে আগের বাজেয়াপ্ত সম্পত্তির মোট পরিমাণ ২.৩৮ কোটি টাকা। ধর্ষণের অভিযোগে নবাব এবং তার ভাই এখনও জেলে রয়েছে। এসডিএম নবনীতা রাই মঙ্গলবার বলেন, "সক্ষম কর্তৃপক্ষের নির্দেশে, ১৯৮৬ সালের গ্যাংস্টার এবং সমাজবিরোধী কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৪ এ ধারার অধীনে নবাব সিংয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।"

You might also like!