কুড্ডালোর, ৮ জুলাই : তামিলনাড়ুর কুড্ডালোরে রেললাইন পেরোনোর সময় স্কুলবাসে ধাক্কা মারল একটি ট্রেন। এই দুর্ঘটনায় ৬ পড়ুয়া গুরুতর আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে একটি স্কুলবাস রেললাইন পারাপার করছিল, সেই সময় স্কুলবাসে ট্রেনটি ধাক্কা মারে।
দক্ষিণ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে, শিক্ষার্থীদের নিয়ে যাওয়া কটি ভ্যান কুড্ডালোর এবং আলাপ্পাক্কামের মধ্যে রেলওয়ে লেভেল ক্রসিং গেট নং ১৭০ (একটি নন-ইন্টারলকড গেট) অতিক্রম করার চেষ্টা করে এবং ট্রেন নম্বর ৫৬৮১৩ ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই প্যাসেঞ্জারের সঙ্গে ধাক্কা খায়। দুঃখজনকভাবে, ৬ জন শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের কুড্ডালোরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি মেডিকেল রিলিফ ভ্যান-সহ একটি রেলওয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং শাখা কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গেটকিপার যখন গেট বন্ধ করতে যাচ্ছিলেন, তখন ভ্যান চালক ভ্যানটিকে গেট অতিক্রম করতে যাচ্ছিলেন, যা অনুমতি দেওয়া উচিত ছিল না।