Country

4 hours ago

Assam:মৃদু ভূমিকম্প অসমের কারবি আংলং জেলায়, ক্ষয়ক্ষতির খবর নেই

Assam earthquake today
Assam earthquake today

 

গুয়াহাটি, ৮ জুলাই  : আজ মঙ্গলবার সকাল ভারতীয় সময় ০৯টা ২২ মিনিট ১৯ সেকেন্ডে মৃদু ভূকম্পে কেঁপেছে অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলং ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪.১। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিন সকালে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ মঙ্গলবার ভারতীয় সময় ০৯:২২:১৯ ঘণ্টায় সংঘটিত ৪.১ প্ৰাবল্যের ভূমিকম্পের উৎসস্থল ছিল কারবি আংলঙের ভূপৃষ্ঠের ২৫ কিমি গভীরে ২৬.৫১° উত্তর অক্ষাংশ এবং ৯৩.১৫° পূর্বে।

আজ সংঘটিত ভূমিকম্পের ঝটকা রাজ্যের পাহাড়ি জেলা কারবি আংলং ও সংলগ্ন অঞ্চলের পাশাপাশি পার্শ্ববর্তী নাগাল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় অনুভূত হয়েছে।

You might also like!