Country

6 hours ago

মহিলাদের জন্য ৩৫% সংরক্ষণ! ভোটের মাঠে নতুন দাওয়াই নিয়ে এলেন নীতীশ কুমার

Nitish Kumar election promise
Nitish Kumar election promise

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : বিহারে সরকারি চাকরিতে মেয়েদের জন্য ৩৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মঙ্গলবার এমনটাই জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশ বলেন, “মহিলা চাকরিপ্রার্থী, যাঁরা বিহারের আসল বাসিন্দা, তাঁদের জন্য রাজ্য সরকারের সমস্ত ধরনের পদে বিশেষ ৩৫ শতাংশ সংরক্ষণ থাকবে।” পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নীতীশ জানান, বিহারের প্রশাসনিক ব্যবস্থায় আরও বেশি মহিলাকে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ করতে চলেছে বিহার সরকার।

পটনায় মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে হাজির ছিলেন নীতীশ কুমার, সেখানেই মহিলাদের সংরক্ষণে সিলমোহর পড়ে।ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিহারের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করতে বিহার যুব কমিশন গঠন করা হবে। বিহারের যুবসমাজকে চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়ার কাজ করবে এই কমিশন। তা ছাড়া যুবসমাজের শিক্ষা, চাকরিবাকরির বিষয়টি দেখভাল করার পাশাপাশি তাদের উন্নতির বিষয়ে সরকারকে পরামর্শ দেবেন কমিশনের সদস্যেরা।


You might also like!