Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Entertainment

8 hours ago

Celebrity Scandal:অর্থ পাচারের পর এবার চুরির অভিযোগ! পুলিশের জালে সলমনের ঘনিষ্ঠ ‘বিগ বস’ খ্যাত তারকা

celebrity crime news 2025
celebrity crime news 2025

 

২০২৪ সালে তাঁর নাম উঠে এসেছিল অর্থ পাচারের অভিযোগে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছিল তাঁকে, জিজ্ঞাসাবাদের জন্য। অভিযোগ ছিল, এক সংস্থার সঙ্গে গোপনে হাত মিলিয়েই ঘটেছিল আর্থিক কেলেঙ্কারি। যদিও তখন তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।


তবে এক বছর পর ফের বিতর্কে আবদু রোজ়িক। এবার তাঁর বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগ। সূত্রের খবর, শনিবার ভোর ৫টা নাগাদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করেছে পুলিশ।


দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: সলমন খানের অত্যন্ত পছন্দের ‘বিগ বস ১৬’-এর এই প্রাক্তন প্রতিযোগীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে স্থানীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে আবদুর সহকারী দলের তরফে।

খবর ছড়িয়ে পড়তেই জাতীয়, আন্তর্জাতিক স্তরের সংবাদমাধ্যম যোগাযোগের চেষ্টা করে আবদু এবং তাঁর দলের সঙ্গে। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। একই ভাবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁর আপ্তসহায়ক এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, তিনি মন্টিনিগ্রো থেকে দুবাইয়ে উড়ে এসেছিলেন।

উল্লেখ্য, আবদু তাজাকিস্তানের বাসিন্দা। তবে তার কাছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা রয়েছে। সেই সুবাদে তিনি বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন।


সলমনের শো ‘বিগ বস ১৬’ তাঁকে ভারতে জনপ্রিয় হওয়ার রাস্তা করে দেয়। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আবদু ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। হয়ে ওঠেন ভাইজান-এর কাছের মানুষ। ২০২২-এ তিনি সলমনকে শ্রদ্ধা জানিয়ে ‘ছোটা ভাইজান’ নামে একটি গানও তৈরি করে। এটিই ছিল তাঁর প্রথম হিন্দি গান।

You might also like!