Country

5 hours ago

Uttarakhand Landslide Alert:চামোলিতে ব্যাপক ভূমিধস, যান চলাচল স্বাভাবিক বদ্রীনাথ হাইওয়েতে

Badrinath road condition live
Badrinath road condition live

 

চামোলি, ৭ জুলাই : প্রবল বৃষ্টির মধ্যেই ভূমিধসের ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চামোলি জেলায়। চামোলিতে ভারী বৃষ্টিপাতের ফলে নন্দপ্রয়াগের কাছে ভূমিধসের জন্য বদ্রীনাথ হাইওয়ে বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টার পর, হাইওয়ে পরিষ্কার করা হয়, মসৃণ যান চলাচল পুনরুদ্ধার করা হয় এবং যাত্রীদের স্বস্তি দেওয়া হয়।

এছাড়াও ভূমিধসের কারণে সোমবার সকাল থেকে বন্ধ থাকা বদরিশ হোটেলের কাছের রাস্তাও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সিরোবাগড়ে ভূমিধসের কারণে সকাল থেকে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ থাকে, যার ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণ এবং স্বাভাবিক যানবাহন চলাচল পুনরুদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করে।

You might also like!