Country

4 hours ago

Asaduddin Owaisi on SIR issue: আমরা এসআইআর-এর বিরুদ্ধে নই, তবে সময় দিতে হবে,আসাদুদ্দিন ওয়াইসি

Asaduddin Owaisi
Asaduddin Owaisi

 

নয়াদিল্লি, ৭ জুলাই : সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বে এআইএমআইএম প্রতিনিধিদল সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল।স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) ইস্যুতে এআইএমআইএম প্রতিনিধিদল নির্বাচন কমিশনে দফতরে যায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াইসি বলেছেন, "যদি ১৫-২০% মানুষ তালিকা থেকে বাদ পড়েন, তবুও তাদের নাগরিকত্ব হারাবেন। আমরা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর বিরুদ্ধে নই, তবে সময় দিতে হবে।"

তিনি আরও বলেন, "যদি কারও নাম বাদ পড়ে, তাহলে সেই ব্যক্তি কেবল তার ভোটই বাদ পড়বে না, বরং এটি জীবিকারও একটি বিষয়। আমাদের একমাত্র সমস্যা হল নির্বাচন কমিশন কীভাবে অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি পদক্ষেপ বাস্তবায়ন করতে পারে? জনগণ এই সমস্যার মুখোমুখি হবে এবং আমরা এই বিষয়গুলি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছি, বাস্তবিক অসুবিধাগুলি তুলে ধরে।"

You might also like!