Country

4 days ago

Amarnath Yatra 2025: তীর্থযাত্রীদের প্রথম দলকে পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করলেন লেফটেন্যান্ট গভর্নর সিনহা

J&K Lieutenant Governor, Manoj Sinha flags off 1st batch of Amarnath Yatra pilgrims
J&K Lieutenant Governor, Manoj Sinha flags off 1st batch of Amarnath Yatra pilgrims

 

জম্মু, ২ জুলাই : বুধবার শ্রী অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের প্রথম দলকে পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। লেফটেন্যান্ট গভর্নর সিনহা এর আগে জম্মুর যাত্রী নিবাস বেস ক্যাম্পে পূজা-অর্চনা করেন। তীর্থযাত্রীরা বেস ক্যাম্প ছাড়ার সঙ্গে সঙ্গেই হর-হর মহাদেব এবং বম-বম ভোলের ধ্বনিত মুখরিত হয়। এদিন সকালে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোট ৫৮৯২ জন তীর্থযাত্রী অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হন। এর মধ্যে ২৪৮৭ জন ভক্ত বালতাল রুটে এবং ৩৪০৩ জন পহেলগাম রুটে রওনা হন। কাশ্মীর উপত্যকা থেকে শ্রী অমরনাথের পবিত্র গুহায় তীর্থযাত্রা ৩ জুলাই শুরু হবে। বালতাল এবং পহেলগাম রুট দিয়ে তীর্থযাত্রা শুরু হয়েছে।

এদিনের অনুষ্ঠানে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, জম্মু ও কাশ্মীর প্রশাসন, শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা তীর্থযাত্রীদের জন্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করেছেন। ২০২২ সাল থেকে অমরনাথ যাত্রায় আগত ভক্তদের জন্য সুযোগ-সুবিধা উন্নত করা হয়েছে। গুহায় যাওয়ার দুটি পথ আগে ছয় ফুট প্রশস্ত ছিল যা এখন ১২ ফুট প্রশস্ত। আগে অন্ধকার ছিল, এখন আলোর সংযোগ করা হয়েছে।


You might also like!