কলকাতা, ৬ জুলাই : বঙ্গে বর্ষা অত্যন্ত সক্রিয় রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গেয় বঙ্গের উপরে। তার প্রভাবেই বৃষ্টি বেশি হচ্ছে। রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝেমধ্যেই বৃষ্টিতে ভিজছে বিভিন্ন জেলা। তবে সোমবার থেকে দুর্যোগের দাপট কিছুটা কমবে। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা সোমবারের পর থেকে আপাতত আর জারি করা হয়নি।
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বর্ষার দাপট আবার বাড়তে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এ ছাড়া, বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কম আছে কলকাতায়। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।