Entertainment

6 hours ago

Malaika Arora: এ কী করছেন মালাইকা? অর্জুন অতীত, নতুন পুরুষের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে জোর চর্চা

Malaika Arora
Malaika Arora

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নীল শর্টস, সাদা টপে মালাইকার কনসার্ট, কিন্তু আলোচনায় পাশের 'রহস্যময় পুরুষ'! নতুন প্রেম নিয়ে জোর চর্চা নেটদুনিয়ায়। তবে এ বার অনুষ্ঠানস্থল থেকে কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়েছে নতুন একটি ভিডিয়ো। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। যার শুরু মালাইকার পাশে দাঁড়ানো এক রহস্যময় পুরুষকে ঘিরে।

একেবারে ম্যাচিং পোশাক দু’জনের পরনে। সাদা শার্ট, নীল ডেনিম পরিহিত কে এই রহস্যময় পুরুষ? গুঞ্জন শুরু হয় তবে কি নতুন মনের মানুষ খুঁজে পেয়েছেন মালাইকা? শো চলাকালীন একসঙ্গে নাচের স্টেপ থেকে, বেশ কয়েকবার মালাইকার সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, একসঙ্গেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতেও দেখা গিয়েছে তাঁদের। যা ঘিরে চলছে জোর আলোচনা।

নেটদুনিয়ায় জোর চর্চা, তবে কি অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরে গ্ল্যামার গার্ল আবারও নতুন জীবন শুরুর পথে? সূত্রের খবর, মালাইকার চর্চিত প্রেমিক ৩৩ বছর বয়সি হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা। ভাইরাল পোস্টে কেউ জানতে চেয়েছেন, ‘কে এই ব্যক্তি?’, কারও আবার প্রশ্ন, ‘মালাইকা কি আবারও ডেটিং করছেন?’ যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি মালাইকা। তবুও কনসার্টে তাঁর হাসিখুশি রূপ দেখে অনেকেরই অনুমান কুছ তো হ্যায়।

প্রসঙ্গত, আরবাজ় খানের সঙ্গে ডিভোর্সের পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। ছুটি কাটাতেও দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। বেশ কয়েক বছর ধরে ডেটিংয়ের পরে সম্প্রতি তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। যদিও বিচ্ছেদের আসল কারণ নিয়ে মুখ খোলেননি কেউই। এ বার নতুন মানুষের সঙ্গে ভিডিয়ো ভাইরাল হতেই সকলের মনে প্রশ্ন, তবে কি মালাইকার জীবনে নয়া অধ্যায় শুরু হতে চলেছে?

অর্জুনের সঙ্গে প্রেমের আগে ১৯৯৮ সালে আরবাজ় খানের সঙ্গে ঘর বেঁধেছিলেন মালাইকা। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পরে ২০১৬ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দম্পতি। এবং ২০১৭ সালে অফিশিয়ালি ডিভোর্স হয় তাঁদের। যদিও পুত্র আরহানকে একসঙ্গেই বড় করছেন তাঁরা।

You might also like!