West Bengal

3 hours ago

Raash Purnima Mela: রাসপূর্ণিমার মেলা উপলক্ষে হাওড়া ডিভিশনে বিশেষ ট্রেন

Special train in Howrah division on the occasion
Special train in Howrah division on the occasion

 

হাওড়া, ৩০ অক্টোবর  : রাসমেলা উপলক্ষে আগামী ৫ এবং ৬ নভেম্বর পূর্ব রেলের হাওড়া ডিভিশনে একজোড়া বিশেষ ট্রেন চলবে। রেল সূত্রে জানা গিয়েছে, আপে ব্যান্ডেল থেকে ওই বিশেষ ট্রেনটি আগামী ৫ এবং ৬ নভেম্বর দুপুর ২টোয় ছাড়বে। কাটোয়ায় পৌঁছবে ৪টে ১০ মিনিটে। ডাউনে ট্রেনটি কাটোয়া থেকে ছাড়বে ৬টা ২০ মিনিটে। ব্যান্ডেলে পৌঁছবে ১০টা ৩০ মিনিটে। প্রতিটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয় সে কারণে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, এবার রাস উৎসব হবে ৫ নভেম্বর। শোভাযাত্রা ৬ নভেম্বর। কৃষ্ণনগরের রাস সুষ্ঠুভাবে পালনের উদ্দেশে নবদ্বীপ থানা এবং কৃষ্ণনগর পুলিশ জেলার ডাকে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমন্বয় সভার আয়োজন করা হয়। তাতে অংশ নেন বিধায়ক, পুরপিতা-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। ওই বৈঠকে শোভাযাত্রা নিয়ে নানা গুরত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। বৈঠকের সিদ্ধান্ত অবুযায় অংশ নেবে অনুমতিপ্রাপ্ত পুজো কমিটি। প্রতিটি অনুমতিপ্রাপ্ত পুজো কমিটির কাছে থাকবে একটি করে কিউ আর কোড। যাতে কোন রুট দিয়ে যাচ্ছে প্রতিমা তা বোঝা যায়। প্রতিটি পুজো কমিটিকে ৫ জন করে স্বেচ্ছাসেবক দিতে হবে। যাতে অনুষ্ঠানে কোনও সমস্যা না হয়, সেটাই লক্ষ্য প্রশাসনের।

You might also like!