
কলকাতা, ১ নভেম্বর : কখনও রোদ, আবার কখনও মেঘলা আকাশ। শনিবার সকালে আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখা গেল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। তবে, রবিবারের পর থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, উত্তরেও স্বস্তির পূর্বাভাস।
আগামী ২৪ ঘণ্টা (শনিবার) কলকাতা ছাড়াও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। রবিবার থেকে সব জেলাতেই বৃষ্টি কমে আসবে।
শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমে এসেছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কেবল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে কম-বেশি বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে।
