
কুয়ালালামপুর, ২৭ অক্টোবর : কুয়ালালামপুরে সোমবার অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (এএসইএএন) সম্মেলনের ফাঁকে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ হলো ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষাপটে এ দিনের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া এক্স-এ জয়শঙ্কর লেখেন, "আজ সকালে কুয়ালালামপুরে মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে ভাল লাগল। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
Glad to meet @SecRubio this morning in Kuala Lumpur.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 27, 2025
Appreciated the discussion on our bilateral ties as well as regional and global issues.
🇮🇳 🇺🇸 pic.twitter.com/mlrqoyZypB
