নয়াদিল্লি, ৭ জুলাই : ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল রাজধানী দিল্লি। অবিরাম বৃষ্টির পর রাজধানী দিল্লির কিছু অংশে জল জমে গিয়েছে। এর ফলে যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন দিল্লিবাসী। দিল্লির মেহেরৌলি-বদরপুর সড়কে জল জমে যায়, ধীর গতিতে চলাচল করে যানবাহন। সোমবার সকালে থেকে মেঘাচ্ছন্ন ছিল দিল্লির আবহাওয়া। প্রবল বৃষ্টির মধ্যেই দিনের শুরু হয়েছে দিল্লিতে।
সপ্তাহের প্রথম দিনে দিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারণে আইএসবিটি কাশ্মীরি গেটের দিকে আউটার রিং রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার রাত থেকেই দিল্লিতে বৃষ্টি শুরু হয়, টানা বৃষ্টিপাতের ফলে গুরুগ্রাম এবং দিল্লির মধ্যে জাতীয় সড়ক ৪৮-এ যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে। ব্যস্ত সময়ে যানজট আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দিল্লির পাশাপাশি হরিয়ানা, উত্তর প্রদেশের গাজিয়াবাদেও বৃষ্টিপাত হয়েছে।