Game

1 week ago

Hazlewood optimistic: তৃতীয় টেস্টে ফেরা নিয়ে আশাবাদী হ্যাজেলউড, সিদ্ধান্ত ২৪ ঘণ্টার মধ্যে

Hazlewood
Hazlewood

 

ব্রিসবেন, ১০ ডিসেম্বর : ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর। বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলতে পারেননি হ্যাজেলউড। কিন্তু তৃতীয় টেস্ট খেলা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। তবে আগামী ২৪ ঘণ্টা অবজারবেশনে থাকার পরই বোর্ডকে সিদ্ধান্ত জানাবেন ব্রিসবেন টেস্ট খেলবেন কি না এই অজি।

দ্বিতীয় টেস্টে খেলতে না পারার জন্য হ্যাজলউডের পরিবর্তে খেলেছেন স্কট বোল্যান্ড। তিনি দুর্দান্ত বোলিং করে শিকার করেছেন ৫ উইকেট। এমনকি হ্যাজলউডের সিরিজের বাকি ম্যাচগুলিতেও হ্যাজেলউড খেলতে পারবেন কি না তা নিয়েও শঙ্কা ছিল। তবে গ্যাবা টেস্টের আগে নিজের ইনজুরির আপডেট জানিয়েছেন হ্যাজলউড। তিনি বলেছেন, ‘চলতি সপ্তাহে আমি ফিটনেসের প্রতিটি পরীক্ষা ভালোভাবে শেষ করেছি। আগামী ২৪ ঘণ্টা আমি কেমন অনুভব করছি তার ওপর নির্ভর করবে তৃতীয় টেস্টে খেলতে পারব কি না। যদি না পারি তাহলে বোল্যান্ড তো আছেই।'

You might also like!