Country

1 week ago

Rahul Gandhi: ভারতে সামাজিক ও অর্থনৈতিক সমতা আর নেই : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে সামাজিক ও অর্থনৈতিক সমতা আর নেই। একপ্রকার দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, "ইন্ডি জোটের আদর্শ দেশের সংবিধান নিয়ে এসেছিল, আমরা একসঙ্গে সংবিধানকে রক্ষা করি। আম্বেদকর জি বলেছিলেন, রাজনৈতিক সাম্য থাকলেও, সামাজিক ও অর্থনৈতিক সমতা না থাকলে রাজনৈতিক সাম্য নষ্ট হয়ে যাবে। এখন তা সবার সামনে। রাজনৈতিক সমতা শেষ হয়েছে। ভারতের সব প্রতিষ্ঠান দখল করা হয়েছে। সামাজিক সমতা আর নেই। অর্থনৈতিক সমতা আর নেই। সেজন্য, আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জাতিগত জনগণনা।"

রাহুল গান্ধী আরও বলেছেন, "আমরা দেশকে দেখাতে চাই, আপনি কার বুড়ো আঙুল কেটেছেন। আমরা দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, কৃষক, শ্রমিকদের দেখাতে চাই, যাদের বুড়ো আঙুল কাটা হয়েছে। সুতরাং, আমাদের একটি জাতিগত জনগণনা হবে এবং ভারতে একটি নতুন ধরনের উন্নয়ন হবে।" রাহুল আরও বলেছেন, আমরা ৫০ শতাংশ সংরক্ষণের প্রাচীর ভাঙব এবং আমাদের জাতিগত জনগণনা করব। আপনারা যা খুশি বলতে পারেন।"

You might also like!