দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইন্ডি জোট দেশের সংবিধান ও গণতন্ত্রের জন্য লড়াই করছে। জোর দিয়ে বললেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা আদিত্য ঠাকরে। মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে আদিত্য ঠাকরে বলেছেন, "লোকসভা হোক অথবা বিভিন্ন রাজ্যে, আমাদের জোট আমাদের সংবিধান এবং জনগণের কণ্ঠস্বরের জন্য লড়াই করছে। মমতা দিদি আমাদের খুব কাছের, তিনি একজন ভালো নেত্রী। এবার দিল্লিতে নির্বাচনের মাঠে নামবেন কেজরিওয়াল সাহেব। সুতরাং, এই সমস্ত নেতাদের একে অপরের সঙ্গে কথা বলা উচিত।"
ইভিএম-এর বিরোধিতা করে আদিত্য ঠাকরে বলেছেন, "জনগণের একটাই দাবি, ব্যালট পেপারে মক পোল করা হোক। মক পোল কিছুই বদলাবে না, সরকার অথবা ইভিএম ম্যান্ডেটও না। কিন্তু আমরা সত্য জানতে পারব। এই দেশ চলে 'সত্যমেব জয়তে', 'সত্তামেব জয়তে' নয়। মুখ্য নির্বাচন কমিশনারই 'সত্তামেব জয়তে' নিয়ে কাজ করছেন।"