kolkata

1 week ago

Kunal Ghosh :“অসাধু ডাক্তারচক্রের এখনও কোনও বিচার হল না”, কটাক্ষ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর জি কর-এ তরুণী চিকিৎসকের হত্যা-ধর্ষণে ধৃত দুই সরকারি আধিকারিকের সিবিআই তদন্তে জামিনমুক্তির পর ‘অসাধু ডাক্তারচক্র’-কে কটক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

 কুণাল বলেন, '‘মিডিয়া ট্রায়াল হয়ে গেল। এর মদতে এই হয়েছে, ওই হয়েছে বলা হল, এ প্রভাবশালী, পুলিশ খারাপ, প্রশাসন খারাপ সব হয়ে গেল। শুধু যে ডাক্তাররা সরকারি জায়গায় কর্মবিরতি করে বেসরকারি জায়গায় গিয়ে চিকিৎসা দিলেন, কোটি কোটি টাকা স্বাস্থ্যসাথী দিয়ে নার্সিংহোমে ভরালেন, নিজেদের পকেট ভরলেন, সেই অসাধু ডাক্তারচক্রের এখনও কোনও বিচার হল না। অনেক শুনেছিলাম, সিবিআই পেয়েছে তদন্তের ভার, এবার কী হল?'’

চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া ও সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছেন। রাজপথে হেঁটেছেন। লালবাজার অভিযান করেছেন। অনশন করেছেন। কিন্তু তার পরেও দুই মূল অভিযুক্ত সিবিআই-এর মামলায় জামিন পাওয়ায় অবশ্য হতাশ তাঁদের অনেকেই।

You might also like!