চেন্নাই, ১২ ডিসেম্বর : তামিলনাড়ু ও পুদুচেরিতে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ইতিমধ্যে বৃষ্টি অবশ্য শুরুও হয়ে গিয়েছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় বৃহস্পতিবার চেন্নাই, ভিল্লুপুরম, থাঞ্জাভুর, মায়িলাদুথুরাই, পুদুকোট্টাই, কুডালু, ডিন্ডি, রামানাথপুরম, তিরুভারুর, রানিপেট এবং তিরুভাল্লুরে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।
আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময়ে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমায় হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। ১৩ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও মাহে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে।