Country

1 week ago

Mallikarjun Kharge: অনেক অসাংবিধানিক কাজকর্ম চলছে, কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাড়গে বলেছেন, "অনেক অসাংবিধানিক কাজকর্ম চলছে, অনেক স্বায়ত্তশাসিত সংস্থার অপব্যবহার করা হচ্ছে, দেশে শাসনব্যবস্থা ভালো নয়, তাই আমরা একটি বিতর্ক চাই, যাতে সবাই জানতে পারে কিভাবে শাসন চলছে।"

এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে এদিন বিশেষ কিছু বলেননি। তাঁর কথায়, "আমরা দেখব বিলে কী আছে। তাঁরা কীভাবে তা করবে, আমরা সমস্ত বিষয় দেখব এবং তারপরে আমরা প্রতিক্রিয়া জানাব।" উল্লেখ্য, ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে এই নীতিতে। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র।

You might also like!