দৌসা, ১২ ডিসেম্বর : খোলা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল পাঁচ বছরের ছোট্ট শিশু আরিয়ান মিনা। গত সোমবার থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। তবে শেষ রক্ষা হল না। প্রায় ৫৭ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু তার জ্ঞান না থাকায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ছোট্ট আরিয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজস্থানের দৌসার কালিখাদ গ্রামে।
গত সোমবার বিকেলে মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল ওই গ্রামের বালক আরিয়ান মিনা। হঠাৎই সে খোলা কুয়োয় পড়ে যায়। খবর পেয়েই একঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শুরু হয়। প্রশাসন সূত্রে জানানো হয়, মাটি থেকে প্রায় ১৫০ মিটার নীচে রয়েছে আরিয়ান। পাইপে করে তার কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়। পাশপাশি ক্যামেরার মাধ্যমে তার উপর নজরও রাখে প্রশাসন। আরিয়ানকে উদ্ধারে হাত লাগিয়েছিল এসডিআরএফ ও এনডিআরএফ। উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছিল একাধিক জেসিবি, ড্রিলিং মেশিনও। কিন্তু উদ্ধারকারীদের সব চেষ্টাই বৃথা হয়ে গেল। বাঁচানো গেল না ছোট্ট আরিয়ানকে।